উপাদী ইউনিয়নকে ভাগ করে উপাদী উত্তর ও দক্ষিণ নামে দুটি ইউনিয়ন করা হয়। উপাদী দক্ষিণে উপাদী নামে কোন গ্রাম নেই। অনেকেই ঘোড়া পালতো বলে ঘোড়ার মালিক বা ঘোড়াধারী থেকেই ঘোড়াধারী নামের উৎপত্তি। গোবিন্দ সরকার যে এলাকায় বাস করতেন সে এলাকার নাম গোবিন্দ বাবুর নামে গোবিন্দপুর গ্রামের নামকরণ। গোসাই নামক ব্যাক্তির নামে গোসাইপুর গ্রামের নাম হয়। জনগণ কর্তৃক জমিদারকে কর দেয়া বনধ রাখা হয় বলে করবন্ধ গ্রামের নামকরণ হয়। ব্রিটিশ আমলে স্থানীয়রা কোর্ট করা বন্ধ রেখেছিলেন বলে নাম হয়েছে কোটারাবন্ধ। আকা-বাঁকা থেকেই নাম হয় বাঁকরা গ্রামের।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS